উপকরণঃ
১. চালের গুঁড়া ৩ কাপ
২. পুরের জন্য হাড়ছাড়া মুরগির মাংস ২ কাপ
৩. মরিচের গুঁড়া আধা চা চামচ
৪. পেঁয়াজ কিউব করে কাটা ২ কাপ
৫. কাঁচা মরিচ কুচি ৪-৫ টি
৬. হলুদ গুঁড়া আধা চা চামচ
৭. কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ
৮. গুঁড়া দুধ ১ টেবিল চামচ
৯. তেল পরিমাণমতো
১০. দারুচিনি ২-৩ টুকরো
১১. এলাচ ৩-৪ টা
১২. পানি পরিমাণমতো
১৩. লবণ পরিমাণমতো
প্রণালীঃ
প্রথমে পুর তৈরি করার জন্য পেঁয়াজ তেলে ভেজে মাংসের কিমা ও সব মসলা দিয়ে ভূনা করে নিন। নামানোর আগে কর্ণফ্লাওয়ার ও গুঁড়া দুধ দেবেন। এবার পানিতে লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে তাতে চালের গুঁড়া দিয়ে খামির তৈরি করতে হবে। এই খামির থেকে রুটি তৈরি করে তার ভেতর মাংসের পুর দিয়ে তেলে ভেজে নিতে হবে। এবার গরম গরম পরিবেশন করুন।
১. চালের গুঁড়া ৩ কাপ
২. পুরের জন্য হাড়ছাড়া মুরগির মাংস ২ কাপ
৩. মরিচের গুঁড়া আধা চা চামচ
৪. পেঁয়াজ কিউব করে কাটা ২ কাপ
৫. কাঁচা মরিচ কুচি ৪-৫ টি
৬. হলুদ গুঁড়া আধা চা চামচ
৭. কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ
৮. গুঁড়া দুধ ১ টেবিল চামচ
৯. তেল পরিমাণমতো
১০. দারুচিনি ২-৩ টুকরো
১১. এলাচ ৩-৪ টা
১২. পানি পরিমাণমতো
১৩. লবণ পরিমাণমতো
প্রণালীঃ
প্রথমে পুর তৈরি করার জন্য পেঁয়াজ তেলে ভেজে মাংসের কিমা ও সব মসলা দিয়ে ভূনা করে নিন। নামানোর আগে কর্ণফ্লাওয়ার ও গুঁড়া দুধ দেবেন। এবার পানিতে লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে তাতে চালের গুঁড়া দিয়ে খামির তৈরি করতে হবে। এই খামির থেকে রুটি তৈরি করে তার ভেতর মাংসের পুর দিয়ে তেলে ভেজে নিতে হবে। এবার গরম গরম পরিবেশন করুন।